BSNL-এর ক্ষতি ছাড়িয়েছে ৯০,০০০ কোটি

খোঁজখবর ওয়েব ডেস্ক ঃ BSNL-এর লক্ষাধিক কর্মী ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। কেন্দ্রীয় সরকারের অধীন এই সংস্থায় এইভাবে বেতন বন্ধ হয়ে হয়ে গেল সেই নিয়ে শোরগোপল পড়ে গিয়েছে। এর মধ্যেই উঠে এল সংস্থার ব্যাপক আর্থিক ক্ষতির চাঞ্চল্যকর তথ্য।

কোটাক ইন্সটিটিউশনাল ইকুইটিস নামক একটি সংস্থার সমীক্ষা বলছে, BSNL-এর ক্ষতি ৯০,০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে গত ডিসেম্বরে। এই ক্ষতি কীভাবে সামাল দেওয়া হবে, সেই ব্যাপারে আলোচনাও করছে কেন্দ্র।

রিপোর্ট বলছে, এই বিপুল ক্ষতির জন্যই কর্মীদের বেতন দিতে পারছে না সংস্থা। যদি এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না হয়, তাহলে একটা বড় অংশের বোঝা সরকারকেই বইতে হবে। রিপোর্ট বলছে ২০০৮ অর্থবর্ষে শেষ লাভের মুখ দেখেছিল এই সংস্থা। এরপর ২০০৯ থেকে ২০১৮ অর্থবর্ষের মধ্যে মোট ৮২,০০০ কোটি ক্ষতি হয়েছে সংস্থার। হিসেব বলছে ২০১৮-র ডিসেম্বরের মধ্যে সেই ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৯০,০০০ কোটি।