খোঁজখবর ওয়েব ডেস্ক : পকেটে অফিসে ছুটির আবেদনপত্র নিয়ে বেহালার যুবকের দেহ মিলল দিঘায়।ঐ যুবকের অফিস বোলপুরে। রেললাইনের ধার থেকে উদ্ধার হল ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।
রাহুল সাউ নামে বছর উনিশের ওই যুবকের বাড়ি বেহালায়। দিঘায় রেললাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ মিলেছে।পরিবারের অভিযোগ রাহুলকে খুন করা হয়েছে। ডিসেম্বরে একটি বেসরকারি সংস্থায় চাকরি নিয়ে এক বন্ধুর সঙ্গে রামপুরহাটে চলে যান রাহুল। গত ৫ এপ্রিল মাকে ফোনে জানান, বোলপুর যেতে হচ্ছে তাঁকে। তারপর থেকে বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার।
রাহুলের মায়ের দাবি, ছেলের বন্ধু সুজিত কয়ালকে ফোন করে জানতে পারেন, বোলপুর নয়, রাহুল কলকাতা ফিরছে। কিন্তু রাত পর্যন্ত সে না ফেরায় ৭ তারিখ হাওড়া জিআরপিতে অভিযোগ জানায় তারা। অভিযোগ হয় লালবাজারেও। শেষমেশ কাঁথি জিআরপির কাছে খবর পেয়ে দেহ শনাক্ত করে মৃতের পরিবার। রাহুলের পকেটে একটি ছুটির দরখাস্ত মিলেছে। পরিবারের দাবি, সেটি ভুয়ো। সইও জাল। রাহুলকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। তদন্তে নেমেছে পুলিস।