
ধারাভাষ্য দিতে গিয়ে হটাৎ অসুস্থ ক্যারিবিয়ান কিংবদন্তী লারা
খোঁজখবর, ওয়েব ডেস্ক : : মঙ্গলবারই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারা। ওইদিন রাতেই তিনি নিজের শুভানুধ্যায়ীদের জানালেন, তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। বুধবারই তিনি নিজের হোটেলে ফিরবেন বলে জানিয়েছেন।
স্টারের স্পোর্টস চ্যানেলে চোখ রেখেই চলতি বিশ্বকাপ উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। মুম্বইয়ে সেই চ্যানেলের স্টুডিওতেই ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ করতে দেখা যাচ্ছে লারাকে। এতদিন সব ঠিকঠাকই ছিল। কিন্তু মঙ্গলবার সকালে মুম্বইয়ের এক হোটেলে একটি ইভেন্ট ছিল। সেই সময়ই বুকে ব্যথা শুরু হয় তাঁর। যন্ত্রণা এতটাই বাড়ে যে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে প্রাক্তন ক্রিকেটারের একটি অডিও বার্তা টুইট করা হয়। দেড় মিনিটের সেই বার্তায় তিনি জানান, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এবং বুধবারই তিনি হোটেলে ফিরে যাবেন।