
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড বিরাট কোহলির
খোঁজ-খবর,ওয়েবডেস্কঃ- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ইতিমধ্যেই অর্ধশতরান করেছেন তিনি। একই সঙ্গে ছুঁয়েছেন বিরল ক্রিকেট রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৪১৬ ইনিংসেই এই রেকর্ড করলেন ভারত অধিনায়ক। ১৩১ টেস্ট, ২২৪ একদিনের ম্যাচ এবং ৬২টি টি-টোয়েন্টি মিলিয়ে বিরাট কোহলির ঝুলিতে ২০ হাজারের বেশি রান। অধিনায়কের এই রেকর্ড সম্পর্কে বিবৃতি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাটের আগে দ্রুততম ২০ হাজার রানের যৌথ রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার।
Like it
76