খোঁজখবর ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে অভদ্র আচরন করা ও উত্তক্ত করার অভিযোগে গ্রেফতার করা হল ৪ পড়ুয়াকে। মঙ্গলবার দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের নামে চার্জশিটও ফাইল করা হয়েছে।
আরও পড়ুন : বিজেপির ‘ধার্মিক’ সাংসদের হাত ধরেই উদ্বোধন নাইট ক্লাবের
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা এক বন্ধুর বাড়ি গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার সময়ই তারা ঘটনাটি ঘটায়। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িটি অনুসরণ করতে শুরু করে। ইরানি প্রথমে একটি PCR কল করেন। তারপর সাধারণ অভিযোগ দায়ের করেন। চাণক্যপুরী থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তারপরই ওই ৪ পড়ুয়াকে আটক করা হয়।
আরও পড়ুন : দু’দিনের পুরোনো শিশুকন্যার দেহ উদ্ধার ক্লিনিকের বাথরুমের কোমড থেকে
ডাক্তারি পরীক্ষার পর দেখা যায়, ওই ৪ জনই অ্যালকোহল নিয়েছিল। যখন তারা কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ফলো করছিল, তখন মদের নেশায় বুঁদ হয়ে ছিল তারা। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ওই পড়ুয়ারা ইরানিকে ওভারটেক করতে চেয়েছিল। মোতি বাগ ফ্লাইওবার পেরোনোর সময়ই ঘটনাটি ঘটে।