নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েত জনবহুল এলাকায় পরিবেশবান্ধব ৪ টি হাইমাস লাইটের শুভ উদ্বোধন হলো। সেই সঙ্গে জলের অপচয় রোধ এবং জল ভরো প্রকল্প থিম এর মাধ্যমে দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ের দূর্গা পূজা কমিটি এবং হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৪০ বৎসরের দুর্গা উৎসবের খুঁটি পূজার মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো । এবছরের থিম জলের অপচয় রোধ জল ভরো প্রকল্প। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল মোড়ের ব্যবসায়ী সমিতির সভাপতি শোভন লাল শি, ঢোলাহাট থানা আর আধিকারিক অনিন্দ্য মুখার্জী, দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেরা, দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সভাপতি গৌর হরি মাল, পঞ্চায়েত সদস্য তপন গুরিয়া, হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতি এবং দূর্গা পূজা কমিটির বিভিন্ন সদস্য বৃন্দ।
পাথরপ্রতিমায় দূর্গা ঠাকুরের খুঁটি পূজার সঙ্গে সঙ্গেই ৪ টি হাইমাস লাইট উদ্বোধন করলেন বিধায়ক সমীর কুমার জানা

Like it
58