নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণাঃ মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে বৌমার শীলতাহানি করার প্রতিবাদ করায় অভিযুক্তের মারে মাথা ফাটলো প্রতিবাদী বৃদ্ধার ও আহত আরো তিন জন।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার উত্তর তালদি গ্রামে।অভিযোগ গত শনিবার গ্রামেরই এক যুবক মদ্যপ অবস্থায় প্রতিবেশীর বাড়িতে ঢুকে এক গৃহবধূকে শীলতাহানি করে।গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।এর পর ঘটনার কথা পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন অভিযুক্তের বাড়িতে জানালে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।এরপর ওই গৃহবধূর পরিবারের লোকজন ক্যানিং থানায় অভিযোগ জানালে,গতকাল অভিযুক্ত যুবক কয়েকজন কে সঙ্গে নিয়ে গিয়ে বাড়িতে চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।এই ঘটনায় গৃহবধূর স্বামী শশুর ও বৃদ্ধা দিদা শাশুড়ি কে মারধোর করা হয় ।পাশাপাশি ওই বৃদ্ধার মাথায় কোপ মারা হয়।তাঁকে আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অভিযোগ অভিযুক্ত যুবক থানায় করা অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ।আজ সকালে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব্যক্তিরা।ঘটনার তদন্তে ক্যানিং থানার।ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে বৌমার শীলতাহানি, প্রতিবাদ করায় আহত তিন

Like it
168