বর্ষার মোকাবিলা করতে উপযুক্ত হেয়ার স্টাইল...
- 3 years ago
- 477 Views
খোঁজ-খবর,ওয়েবডেস্কঃ- খাতায় কলমে বর্ষা এসে গেলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশী।ফলে ঘাম হচ্ছে সারাক্ষণ,বাতাসে একটা গুমোট অস্বস্তির ভাব।এর প্রভাবটা প্রথম পড়ে আমাদের চুলের ওপরে। চুলের গোড়ায় ঘাম জমে, চুল চটচটে, রুক্ষ হয়ে যায়। এরকম সময়ে নিয়মিত শ্যাম্পু আর কন্ডিশনিং করে চুল পরিষ্কার তো রাখতেই হবে, ...